কুমিল্লার হোমনা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ বোতল ফেনডিসিডিলসহ দুইজনকে অটক করা হয়। ১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় হোমনা থানার এসআই এসআই নিভু রঞ্জন ও এসআই ইসহাকসঙ্গীয় ফোর্সসহ একটি প্রাইভেটকার তল্লালী চালিয়ে ৫৫ বোতল ফেনডিসিডিল এবং মাদকে জড়িত থাকায় দুইজনকে আটক করেন। আটকৃতরা হলো, কুমিল্লা মুরাদনগর থানার শ্রীরামপুর পশ্চিম পাড়া গ্রামের রূপ মিয়া ছেলে মোঃ রুবেল এবং নোয়াখালী জেলার সুধারামপুর থানার সৈয়দপুর দেওয়ানবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ রাজু। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে কোর্টে প্রেরন করা হয়েছে।