লেবাননে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে আক্রান্ত হয়েছে আরও ১৪ জন এবং ১ জনের মৃত্যু হয়।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০৮ জন এবং মৃত্যুর সংখ্যা ১৭ জন।
লেবাননে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে সর্বশেষ আপডেটে এ তথ্য জানা যায়।
এছাড়া গতকাল ২ এপ্রিল ২০২০ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে লেবাননে ফিলিপাইনের রাষ্ট্রদূত বার্নার্ডিটা ক্যাটালা অকাল মৃত্যু বরণ করেন।মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৬২ বছর।
লেবানন প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে জানা যায়।তাদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী কর্মী রয়েছে। আক্রান্ত বাংলাদেশীর পরিচয় প্রকাশ করে নাই এখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে তাদের চিকিৎসা সেবা চলছে।
ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইট তাদের সর্বশেষ আপডেটের তথ্য অনুযায়ী, বিশ্বের ২০৪টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ পর্যন্ত এই ভাইরাসে বিশ্বে ৫৩ হাজার ১৫৮ জন মারা গেছে। মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৩৮৬ জন। সুস্থ হয়েছে ২ লাখ ১২ হাজার ১৮ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪৪ হাজার ৩২০ জন। সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১৩ হাজার ৯১৫ জন।