বজ্রপাতে নিহত ব্যক্তির লাশের মাথা কবিরাজী শাস্ত্রে লাগে এবং কঙ্কালে মূল্যবান ধাতব পদার্থ পাওয়া যায় এমন আতঙ্কে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বানিয়াটারী এলাকায় বজ্রপাতে নিহত এক কলেজ ছাত্রের লাশ চুরি ঠেকাতে কবরের পাশে ছয়দিন ধরে দিনেরাতে পাহারা দিচ্ছেন নিহতের স্বজনরা। বজ্রপাতে নিহত কলেজ ছাত্রের কবরের পাশে পলিথিনের তাঁবু ও কাঠের চৌকি বসিয়ে বসার এবং শোয়ার জন্য ব্যবস্থা করে দিনে ও রাতে লাশ পাহারা দিচ্ছেন স্বজনরা।গত ১লা সেপ্টেম্বর সকালে কলেজ ছাত্র আরিফুল ইসলাম বৃষ্টি আসার পরে কলার ভেলায় করে নীলকমল নদীতে পলিথিন দিয়ে শ্যালো মেশিন ঢাকতে যায়। এসময় বজ্রপাতে মারা যায় আরিফুল। সে ফুলবাড়ী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ।