বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১২ অপরাহ্ন

৬ষ্ঠ বর্ষে রিদমপ্লাস স্টুডিও

মো: আবু তাহের নয়ন
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯৩ Time View

ফেব্রুয়ারী মাস অমর একুশের মাস এই মাসেই দেশের সবচেয়ে ডিজিটাল ও বিশ্বমানের প্রযুক্তির আদলে যাত্রা শুরু করেছিল রিদমপ্লাস স্টুডিও। আগামিকাল ৬ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার পাঁচ বছর পূর্ণ করে ছয় বছরে পা রাখবে এই স্টুডিও। ভিন্নতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হয় রিদমপ্লাস স্টুডিও ’টির । দেশের রেডিও, টিভি চ্যানেলের দেশের স্বনামধন্য ভয়েজ আর্টিস্টদের অংশগ্রহণে ও ডিজিটাল রেকডিং প্রতিশ্রুতি নিয়ে পণ্য বিজ্ঞাপন,টিভি বিজ্ঞাপন,প্রামাণ্যচিত্রসহ যে কোন বিজ্ঞাপন নির্মাণ করে যাচ্ছে । বিগত পাঁচটি বছরে দেশের সেরা কাজের রেকডিংগুলো এখানে করা হয়েছে বলে জানা যায়। তাছাড়া নাটক ও সিনেমার ডাবিং এর কাজ করে যাচ্ছে অভিরামভাবে ।
দেশ ও দশের সব ভালকে নিয়ে এগিয়ে যাওয়া, যাত্রা শুরুর সেই অঙ্গীকার নিয়েই আগামিকাল ৬ষ্ঠ বছরে পা রাখছে এই স্টুডিওটি। রিদমপ্লাস স্টুডিও এই ছয় বছরের পথপরিক্রমায় বিনোদনধর্মী ডিজিটাল রেকডিং এ এনেছে বৈচিত্র্য। রেকডিং ডিজিটাল সাউন্ডের বস্তুনিষ্ঠতার পাশাপাশি ছিল ভিন্নতার ছোঁয়া। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমন্ডলকে দেশের দর্শকদের কাছে সুস্পষ্টভাবে রেকডিং এর কাজে তুলে ধরার পাশাপাশি বিশ্বের কাছে তুলে ধরেছে ইতিবাচকভাবেই। সুস্থ ও মূলধারার সংগীত, নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, নানাধর্মী টকশোসহ বিনোদনের সব ক্ষেত্রে ছিল ডিজিটাল সাউন্ডের সফল পদচারণা। নির্বাচনী প্রচার রেকডিং, , জনসচেতনতা-মূলক রেকডিংসহ রিদমপ্লাস স্টুডিও বিজ্ঞাপন নির্মাণে সকল কাজে ভূমিকা রেখেছিল কিংবা রেখে চলেছে তা প্রশংসনীয়। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিপদপ্লাস বিডি ডট কম এর চেয়াম্যান ওমর আল ফারুক সবাইকে উপস্থিত হওয়া ও কেক কাটা অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231