৩১ ডিসেম্বর মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আঞ্চলিক ফাইনাল । খেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। পুনরায় চলছে মঞ্চ সাজানো, মাঠের চারিপাশ বিভিন্ন রং বেরং এ কাপড়ে সজ্জিত করা। ফেস্টুন, ব্যানার , প্লেকার্ড, পোস্টারে ছেয়ে গেছে পুরো মাঠের আশপাশ। খেলাকে ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে ক্রীড়া প্রেমিদের মাঝে। দৃষ্টি নন্দিত করতে মাঠের গ্যালারী ও সিমানা প্রাচীর নতুন রং এ রাঙ্গানো হচ্ছে। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক কমিটি। এদিকে আঞ্চলিক ফাইনাল খেলাকে কেন্দ্র করে দাউদকান্দি উপজেলা এবং চান্দিনা উপজেলার খেলোয়ারা অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। খেলাকে জানান দিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফেইনালে বিজয় লাভ করে আঞ্চলিক ফাইনালে উর্ত্তীন হয়েছেন দাউদকান্দি উপজেলা বনাম চান্দিনা উপজেলা। ফাইনাল খেলাকে কেন্দ্র করে ক্রীড়া প্রেমীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।