কুমিল্লার হোমনায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) রুমন দে’র মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া।
সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজ, ব্যবসায়ীও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
এদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এর আগে প্রধান অতিথি সেলিমা আহমাদ এমপি মুজিববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।