কুমিল্লার হোমনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের দুই আরহী নিহত হয়েছে। গতকাল বুধবার বিকালে হোমনা -মুরাদনগর সড়কের কাশিপুর পূর্বপাড়া মসজিদ এলাকায় মোটর সাইকেল ও – সিমেন্ট বাহী ট্রাক্টরের মুখো মুখি সংঘর্ষে সাহাবুদ্দি (৩০)ও রাজু মিয়া(৩৫) নামের দুই মোটর সাকেল আরহী নিহত হয়েছে। নিহত সাহাবুদ্দিন মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও রাজু মিয়া একই গ্রামের আবুল হাসেমের ছেলে। হোমনা থানা ও পারিবারিকসূত্রে জানা যায়,বুধবার বিকালে ডিশ ব্যবসায়ী নিহত সাহাবুদ্দিন ডিশের ব্যবসার কাজে তার সহযোগী রাজু মিয়াকে সাথে নিয়ে ঘোড়াশাল থেকে হোমনার উদ্দেশ্যে রওয়া দিয়ে হোমনা- মুরাদনগর সড়কের পূর্বকাশিপুর মসজিদের সামনে এক শিশুকে বাচাঁতে গিয়ে মোটর সাইকেলের সাথে সিমেন্ট বোঝাই ট্রাক্টরের সংঘর্ষ হয় ।এতে ঘটনাস্থলেই শাহাবুদ্দিন নামের এক জনের মৃত্যু হয় পরে রাজু মিয়াকে হোমনা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষনা করেন । এ ব্যাপারে হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল কায়েক আকন্দ বলেন , মর্মান্তিক সড়ক দুর্গঘটনায় ট্রাক্টর হেলপারকে আটক করা হয়েছে। ট্রাক্টরের প্রকৃত মালিকের সন্ধান পাওয়া গেছে, আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।