কুমিল্লা হোমনা উপজেলার জয়পুর গ্রামের দরিদ্র পিতার মেয়ে ও অনন্তপুর দড়িকান্দি হাজ্বী মাজেদুল ইসলাম দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী মিথিলা আক্তারকে (ছদ্মনাম) জুসের সাথে ঘুমের ঔষধ দিয়ে একই গ্রামের জুয়েল রানা,আল- আমিন, মো: পারভেজ, জিয়া, জালাল উদ্দিন, শাকিবসহ ৮ যুবক মিলে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। গত ২২ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জয়পুর গ্রামের দক্ষিণপার্শ্বে ব্রীজ সংলগ্ন একটি দোচালা টিনের ঘরে এ ঘটনাটি ঘটে। পরদিন রবিবার সকালে গ্রামের একটি দীঘির পাড় থেকে অজ্ঞান অবস্থায় ভিকটিমকে উদ্ধার করা ।তবে ধর্ষকদের হুমকির ভয়ে ভিকটিম ও পরিবারের লোকজন পলাতক ছিলো। গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণকারীদের ধর্ষণের স্বিকারোক্তিসহ ভিডিও’ ক্লিপ ভাইরাল হলে, টনক নড়ে থানা পুলিশের। এরপর ভিকটিম ও তার মাকে থানায় নিয়ে যায় পুলিশ। ভিকটিমের মা বাদী হয়ে হোমনা থানায় মামলা দায়ের করেন।