চার বছর বয়সের নিষ্পাপ একটি শিশু। করোনা ভাইরাস এর উপসর্গ নিয়ে হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের তার মৃত্যু হয়েছে।
কিন্ত তার জানাজায় নেই কোন খাট। অামরা অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সুন্দর সুন্দর কথা লিখি, বাস্তবতা অাসলে মনুষ্যত্ব কম লোকের মধ্যেই খুঁজে পাওয়া যায়। মানবতার দেয়ালে করোনা ভাইরাসে কেউ মারা গেলে যেন কারো কারো ভেতরে পশুত্ব চরিত্র ফুটে উঠে। হোমনা প্রশাসন অাসলে কি করেছে জানতে ইচ্ছে করছে৷ জনপ্রতিনিধিগুলোই বা কি কাজ করেছে একটা অবুঝ শিশুর মৃত্যু পর তার জানাজায় একটি খাট পেলো না। মানবতা যেন অার জেগে উঠছেনা। এই সকল নির্মম ঘটনায়, এখন যেন করোনা ভাইরাস চোখে অঙ্গুল তুলে দেখিয়ে দিলো কারা কারা মানুষ।