হিলফুল ফুযূল ইসলামি সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও সুবিধা বঞ্চিতদের পাশে দাড়িয়েছেন। সংগঠনটি প্রায় ৮০ টি পরিবারে মাঝে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেয়। প্রতিটি পরিবারের জন্য ছিলো, মুরগী ২ কেজি, সেমাই ১ প্যাকেট,কোকোলা নুডলস ১ প্যাকেট, চিনি আধা কেজি, পোলাও চাউল ১ কেজি, দুধ ২ প্যাকেট ইত্যাদি। প্রতি বছরের ন্যায় এবারও অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পেরে হিলফুল ফুযূল ইসলামি সংগঠনের সদস্যরা আনন্দিত।