চিকো হারিয়ে গিয়েছিল। তবে হারিয়ে গিয়ে কোথায় যেতে হয় তা ভাল করেই জানে সে। তাই সোজা পৌঁছে গিয়েছিল থানায়। নিজের হারিয়ে যাওয়ার রিপোর্ট করে গেল। এমনই একটি মজার পোস্ট করেছে টেক্সাসের একটি থানা। আর পুলিশ পরে খোঁজ নিয়ে জানতে পারে চিকোথানা থেকে বেরিয়ে ঠিকঠাক বাড়ি পৌঁছে গিয়েছে।
আমেরিকায় টেক্সাসের ওডেসা থানার তরফে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে ১২ ফেব্রুয়ারি। সেখানে দেখা যাচ্ছে, থানার ফ্রন্ট ডেস্কের সামনে একটি জার্মান শেপার্ড পা তুলে দাঁড়িয়ে রয়েছে। এক অফিসার তাঁর ছবি তুলছেন। সেই ছবিগুলি পোস্ট করে লেখা হয়েছে, কুকুরটি নাম চিকো। সে হঠাত্ই থানায় ঢুকে ফ্রন্ট ডেস্কের সামনে চলে আসে। কিছুক্ষণ সেখানে থাকে। থানার সব অফিসারদের কাছ থেকে প্রচুর আদর, ভালবাসা পায়। পরে তার মনে হয় অনেক হয়েছে, এবার বাড়ি ফেরা দরকার। যেমন এসেছিল, তেমনই আবার বেরিয়ে যায়।
ফেসবুক পোস্টে লেখা হয়েছে, কুকুরটি থানা থেকে বেরিয়ে যাওয়ার পর পুলিশ কর্মীরা অনেক খোঁজেন তাকে। কিন্তু খুঁজে পাওয়া যায়নি। পরে তাঁরা জানতে পারেন কুকুরটি ঠিকঠাক বাড়ি পৌঁছে গিয়েছে। তারপরই আশ্বস্ত হন বলে লেখা হয়েছে পোস্টে।