হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ গুলো জানেনা মধু মাস কি? আম, কাঠাল, লিচু, জাম, আনারস এই মৌসুমি ফল গুলোর দিক তাকিয়ে থাকে ওরা।কেনার সাধ্য নেই, বছরে একবার ও অসুস্থ হলেও খেতে পারেনা এই ফল গুলো। বাজারে নতুন ফল উঠলে এই হতদরিদ্র লোকগুলো শুধু খালি চোখে দেখেই মনের তৃপ্তি মেটায়।
কুমিল্লা হোমনায় আজ শুক্রবার এমনই এক ব্যতিক্রম ধরনের আয়োজন করেছে মানবিক সংগঠন “হাঁড়ির খোঁজে বাঁড়ি ” আজ শুক্রবার বাদ জুম্বায় হোমনা উপজেলা পরিষদ মাঠে এই আয়োজন করা হয়।এতে ভিক্ষুকরা মনের আনন্দে মধু মাসের ভিবিন্ন প্রকার দেশীয় ফল খায়।
ব্যাবস্হাপনায় ছিলেন হাঁড়ির খুঁজের বাড়ি সংঘঠনের ব্যাবস্হাপনা পরিচালক আব্দুছ ছালাম ভূইয়া।
এসময় অনান্যদের মাঝে উপস্হিত ছিলেন হাঁড়ির খুঁজে বাঁড়ি সংগঠনের অনান্য সদস্যগন
হতদরিদ্রদের মধু মাসের ফল খাওয়া উৎসবে প্রায় ১২০ জন ভিক্ষুক ও হতদরিদ্র মানুষ এর উপস্হিতি ঘটে