সৌদি আরবে আবার ঘূর্ণিঝর আবহাওয়া দপ্তর থেকে প্রবাসীদের জন্য জরুরী সর্তক বার্তা । সৌদি আরবে নতুন করে সকল রাজ্যে আবারো ঝড় দেখা দিয়েছে । সৌদি আরব প্রবাসীরা সাবধান থাকুন নয়ত আছে স্বাস্থ্য ঝুঁকি। ইত্যে মধ্যে আমাদের সৌদি আরবে প্রতিনিধি মো: রহমত উল্লাহ জানা্ন । জুম্মার নামাযা পর্যন্ত আকাশ ভালো ছিলো তবে নামাযো এক ঘন্টার পর ভয়াবহ ঘূর্ণিঝর চলছে । সৌদি আরবের সময় অনুযাযী দুপুর ২টা থেকে একটানা সৌদি আরবের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যায় নিরাপদে থাকার লক্ষ্যে যার যার বাসার অবস্থান করার অনুরোধ জানান বসবাসরত সকলকে । এদিকে সৌদি আরব বিষয়টিকে গুরুত্ব দিয়ে সবাইকে মাস্ক পড়ার অনুরোধ জানান । প্রবল ঝড়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বলে জানা যায় । বসবাসরত বাংলাদেশীরা নিরাপদে আশ্রয়ে আছে বলে জানা যায় শুক্রবার রিয়াদে একটি প্রচণ্ড বালির ঝড় আঘাত হানে, সৌদি রাজধানীর আকাশরেখাকে ঢেকে ফেলে প্রবল বাতাসের কারণে সৃষ্ট প্রবল ধূলিকণা যা দৃশ্যমানতাকে বাধাগ্রস্ত করে।