দেশে প্রাথমিকভাবে শুরু হয়েছে কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম। মঙ্গলবার দাউদকান্দির গৌরীপুর রিয়াজ টাওয়ারের নীচতলায় সূচনা ডট টিভি ও সূচনা ক্যাবল নেটওয়ার্কের উদ্যোগে সকাল ১০টায় বিনামূল্যে কোভিট -১৯ করোনা ভাইরাসের টিকাদানের জন্য ফ্রি নিবন্ধন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন। উদ্ধোধনী অনুষ্ঠানে আগতদের করোনাভাইরাসের ফ্রি নিবন্ধন করে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে ফ্রি নিবন্ধন করেন সূচনা ডট টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ, পরিচালক সজল রিয়াজ ও সম্পাদক মো: শাহীন চৌধুরী এবং জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর মোল্লাসহ অন্যন্যরা। এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে বলেন, সারাদেশে সম্ভবত সূচনা ডট টিভিই প্রথম কোন অনলাইন টিভি ও বেসরকারী কোন প্রতিষ্ঠানের উদ্যোগে করোনা ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন কর্মসূচী চালু করেছে । তিনি সূচনা ডট টিভি ও সূচনা ক্যাবল নেটওয়ার্কের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এই সময় সূচনা ডট টিভির সম্পাদক মো: শাহীন চৌধুরী বলেন, ব্যস্তময় গৌরীপুর বাজারের কথা চিন্তা করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবে এই ধরণের ফ্রি নিবন্ধন বুধ চালু করা হয়েছে। চেয়ারম্যান বাদল রিয়াজ সবাইকে ফ্রি নিবন্ধন অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন, সাধারণ মানুষদের করোনা ভ্যাকসিন গ্রহণে সেবামূলক কর্মসূচীর ফ্রি নিবন্ধন শুরু করেছি । সূচনা ডট টিভির এমন একটি আয়োজনকে যুগান্তকারী বলেন মন্তব্য করেন , কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাম্মৎ পারুল আক্তার । অনুষ্ঠানে সূচনা ডট টিভির পরিচালক সজল রিয়াজ, সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, সংবাদ উপস্থাপক আবু তাহের নয়ন, ভিডিও এডিটর আহসান উল্লাহ শাহীন, ভিডিও এডিটর সাজিদ প্রধান, ক্যামেরাম্যান ইকরামুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।