সূচনা ডট টিভি সংবাদে মুগ্ধ হয়ে আজ শনিবার দুপুর ২টায় ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ১৩ সদস্য বিশিষ্ট সফরসঙ্গী নিয়ে সূচনা ডট টিভির অফিস পরিদর্শনে আসেন ।এই সময় তাকে শুভেচ্ছা জানান সূচনা ডট টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ । চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল সূচনা ডট টিভির অফিসের কার্য্ক্রম পরির্দশন করে মুগ্ধতা প্রকাশ করেন । তিনি বলেন আমি সূচনা ডট টিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও তাদের ডিজিটাল প্রযুক্তি দেখে সত্যিই খুশি হয়েছি । একটি উপজেলায় স্যাটেলাইটের যাবতীয় প্রযুক্তি নিয়ে দক্ষ লোকবল নিয়ে অনলাইন টিভি সূবিন্যাস্তভাবে সংবাদ পরিবেশন আমাকে অবাক করেছে । চেয়াম্যান মোশারফ হোসেন (বাদল)কে স্বাগত জানান, সূচনা ডট টিভির স্টাফ রিপোর্টার,বিল্লাল মোল্লা,নিউজ প্রেজেন্টার মো: আবু তাহের নয়নসহ সূচনা ডট টিভির কর্মকর্তাবৃন্দ । চেয়ারম্যান মোশারফ বাদল .সবাইকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন গৌরীপুরে আমার বন্ধুদের পেয়ে ধন্য হয়েছি । আপনাদের ভালোবাসা অতিথিয়তা ও আন্তরিকতা ও আমাদের জীবনের একটি ভ্রমণের জন্য স্বরণীয় হয়ে থাকবে ।