দেশের জনপ্রিয় অনলাইন টিভি ও কুমিল্লা জেলার সবচেয়ে প্রভাবশীলী অনলাইন টিভি সূচনা কমিউনিটি ডট টিভি অফিস পরিদর্শন করেছেন বিএআরসি’র সদস্য পরিচালক ড. মো: মনিরুল ইসলাম, ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানখ্যাত বিশিষ্ট নাট্য অভিনেতা রবিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাক্তন ছাত্রনেতা মো: শাহনেওয়াজ।
শনিবার দুপুরে অফিস পরিদর্শনে এসে তারা সকলেই মুগ্ধতা প্রকাশ করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ এবং তথ্যপ্রযুক্তির সব কিছুই সূচন ডট টিভিতে আছে । বিশেষত এখানকার রিপোর্টারদের সকল অফিসিয়াল তথ্য সংগ্রহ এবং রিপোর্টারদের মান প্রশংনীয়। দক্ষ সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিতে পারে সেই ক্ষেত্রে সূচনা সবার মতো এগিয়ে যাবে আশা প্রকাশ করেন তারা।