ফাঁকা মাঠ দেওয়া হবে না কাজী সালাউদ্দিনকে। অন্য কেউ প্রার্থী না হলেও আমি প্রার্থী হবই।’ আজ মোহামেডান স্পোটিং ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাবেক তারকা ফুটবলার বাদল রায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন তিনি। বাদল রায় বলেন,’ সালাউদ্দিনের আমলে ফুটবলের কোনো উন্নয়ন হয়নি। ফুটবল মরে গেছে। এখন শুধু দাফন বাকি। এই অবস্থায় কাজী সাহেবকে ওয়াকওভার দিয়ে চলে যাব এমন হয় না।’