করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে সামাজিক বিচ্ছিন্নতা। বেকার হয়ে পড়েছেন দিন মজুরেরা সেই সঙ্গে হতদরিদ্ররাও মানবেতর দিন কাটাচ্ছেন।তাদের কথা চিন্তা করে বৃহস্পতিবার দুপুরে নির্দিষ্ট দুরুত্ব বজায় রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান ঢাকায় কর্মরত ‘উপ কর কমিশনার’ মিজানুর রহমান উল্লাসের নিজ অর্থায়নে উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়াসহ বিভিন্ন নদীভাঙ্গা এলাকায় দেড় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে । বিতরন কালে উপস্থিত ছিলেন,ঢাকা দক্ষিন মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাধে অন্তর রায়,দাসিছড়ার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক জাকির সরকার,ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনন্দ,দাসিয়ারছড়া ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক হুমায়ুন কবিরসহ আর অনেকে ।