কাতার প্রবাসী আবুল কাশেম সরকারের অর্থায়নে
আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি শিশু কাননের পক্ষ থেকে কাতার প্রবাসী আবুল কাশেম সরকারের অর্থায়নে সাদুল্লাপুর ইউনিয়নের করোনা ভাইরাসের কারণে কর্মহীন দু:স্থ অসহায় মানুষকে নগদ অর্থ প্রদান করা হয়।
রোববার সকালে মুক্তিরকান্দি গ্রামের আবুল কাশেম সরকারের বাড়িতে তাঁর পক্ষ থেকে অর্থ প্রদান করেন মো. রিপন মুক্তার, হাজী মোজাম্মেল হক প্রধান, রুহুল আমিন মাষ্টার, আমিনুল ইসলাম খান আল-আমিন, মাসুদ, মামুন, হারুন অর রশিদ, বিল্লাল হোসেন ও রবিন।
অর্থ প্রদানের পূর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও বিশ্ববাসী করোনা মহামারি থেকে রেহাই পেতে আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা এইচ.এম. রফিকুল ইসলাম আত্তার, হাফেজ জামাল উদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম।