বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:৪১ অপরাহ্ন

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আটোয়ারীতে মানববন্ধন কর্মসূচি পালন

মোঃ জাহেরুল ইসলাম
  • Update Time : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৩১ Time View

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে আটোয়ারীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আটোয়ারী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে রুহিয়া-পঞ্চগড় সড়কে সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রথম আলোর প্রতিবেদক ও সাহসী নারী সাংবাদিক রোজিনা ইসলামকে আটক রেখে তার বিরুদ্ধে মিথ্যে অপবাদে মামলা এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা গোটা দেশের মানুষের কাছে আজ লজ্জার। সরকারের কাছে দাবী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে। কোনভাবেই এই ন্যাক্কারজনক ঘটনা কোন সরকারি আমলাকে ছাড় দেয়া যাবে না। বক্তারা বলেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ জেষ্ঠ্য নারী সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231