স্ত্রী সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন দৈনিক কালের কন্ঠের দাউদকান্দি প্রতিনিধি, কুমিল্লা ডট টিভির সম্পাদক ও দাউদকান্দি প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো: ওমর ফারুক মিয়াজী। তার স্ত্রী শিক্ষিকা কামরুন নাহার এবং ছেলে ফারহান মিয়াজীর করানো রিপোর্টও পজিটিভ এসেছে। ২৪ জুন বুধবার দাউদকান্দিতে চিকিৎসক, পুলিশ, শিক্ষিকা, সাংবাদিক, ইউপি মেম্বার, ওষুধ কোম্পানির প্রতিনিধি, পল্লীবিদ্যুৎ কর্মকর্তাসহ ১২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, মো: ওমর ফারুক মিয়াজী এবং তার স্ত্রী সন্তান বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। সুস্থতায় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এ প্রথম দাউদকান্দিতে সাংবাদিক করোনায় আক্রান্ত হলো।
অপরদিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: নজরুল ইসলাম ডালিম ও সেকমো আমেনা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে দাউদকান্দিতে ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।