বাংলাদেশ সরকারের অনুদান পেতে যাচ্ছে লেবাননে অর্থনীতিতে ধ্বংস ও করোনা ভাইরাসের কারণে লকডাউনের হওয়ায় কর্মহীন হয়ে পড়া হাজারো প্রবাসী। লেবাননের বাংলাদেশ দূতাবাসে এক প্রেস কনফেরান্সের মাধ্যমে এমনটি জানান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, লকডাউনের কারণে লেবাননে যে সকল প্রবাসীরা কর্ম হারিয়ে এখন টাকার অভাবে অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে, সে সকল অসহায় প্রবাসীদেরকে বাংলাদেশ সরকারের নির্দেশনায় দূতাবাস খাদ্যের ব্যবস্থা করা হবে। মূলত যারা অসহায় যাচাই বাচাই স্বাপেক্ষে শুধুমাত্র তাদের কেই এই সহযোগিতা করা হবে বলে তিনি জানান, প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, লেবাননে সন্ধ্যা ৭ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ চলাকালে কোন প্রবাসী যেন ঘর থেকে বাহিরে না বের হন। তিনি সবাইকে ধর্য্যধারনের পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান। পরিশেষে তিনি যে কোন ধরণের গুজব না ছড়াতে প্রবাসীদের প্রতি অনুরোধ করেন। তিনি যে কোন সমস্যায় প্রবাসীদের দূতাবাসে যোগাযোগ করতে বলেন।