মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল’র ৫৭তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার রাতে পঞ্চগড় পৌর শহরের নূরানী দারুল কুরআন কওমী মাদ্রাসায় প্রায় তিনশতাধিক ছাত্র-শিক্ষককে এ নিয়ে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব।এসময় শহীদ শেখ রাসেল’র রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালিত করেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাওঃ আলীমুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ হোসেন জুলফিকার, মুনসেফ আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম মুন্না, মাদ্রাসার মুহতামিম আবু শাহিন প্রমূখ।