নগরকান্দায় হঠাৎ শিলাবৃষ্টিতে পেঁয়াজ, গম, মশুরি ও সরিষাসহ অন্যান্য ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। গত বছর চাষীরা পেঁয়াজের মূল্য কম পাওয়ায় এবার তা পোষাতে পেঁয়াজের আবাদ শুরু করেছিল। এবার পেঁয়াজের বাম্পার ফলন হলেও আর মাত্র ১২/১৫ দিন পর পেঁয়াজ ঘরে তোলার স্বপ্ন দেখছিল চাষীরা। সে স্বপ্ন নষ্ট করে দিল শিলাবৃষ্টি। এতে দিশেহারা হয়ে পড়েছে পেঁয়াজ চাষীরা।
মঙ্গলবার ভোর রাতে হঠাৎ করে ঝড়োহাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিটের শিলা বৃষ্টিতে উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামে আবাদি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। এ বছর উপজেলায় মোট ৭ হাজার ৩৯৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে।
কয়েকটি মাঠ ঘুরে দেখাগেছে, শিলাবৃষ্টির আঘাতে পেঁয়াজ গাছ চুর্ণবিচুর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে আছে। এছাড়াও রবি শষ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে কয়েক হাজার হেক্টর জমির ফসল বিনষ্ঠ হয়েছে বলে দাবি করেছে উপজেলার একাধিক কৃষক। শিলার আঘাতে চুর্ণবিচুর্ণ হয়েছে পেঁয়াজের গাছ। ক্ষতি নিরুপণে মাঠে নেমেছে উপজেলা কৃষি অফিস।
শহীদনগর ইউনিয়নের কৃষক ওবায়দুর জানান, তার দানা ও চারা পেঁয়াজের আবাদ সম্পূর্ণ নষ্ট হয়েছে। নগরকান্দা পৌরসভার কৃষক নজির মাতুব্বর বলেন, আমার তিন বিঘা জমির গম, মুশুরি, কলাই সম্পূর্ণ রুপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপজেলার অধিকাংশ এলাকার আমের মুকুল ঝরে পড়েছে, গমের গাছ হেলে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মোহাম্মদ বিন ইয়ামিন বলেন, হঠাৎ শিলাবৃষ্টিতে রবি শষ্যসহ উপজেলায় প্রায় ১৫০ হেক্টর জমির পেঁয়াজ আবাদের ক্ষতি হয়েছে।