সৌদি আরবের অভ্যুত্থান চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ ও ভাতিজা মোহাম্মদ বিন নায়েফের শিরশ্ছেদ হতে পারে আশঙ্কা প্রকাশ করে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার (০৬ মার্চ) ভোরে সৌদি বাদশাহর আপন ভাই তার সন্তানকে গ্রেফতার করা হয়েছে।
সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ এই দুই সদস্যকে ভোরে আটক করেন কালো পোশাক পরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজের সিংহাসনে আরোহনের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী না রাখতেই এই আটক অভিযান চালিয়েছে বলে মন্তব্য করেছে ডেইলি মেইল।ওয়াল স্ট্রিট জার্নালের খবরে দাবি করা হয়, রাজকীয় আদালত তাদের বিরুদ্ধে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সিংহাসনচ্যুত করতে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। এতে তাদের যাবজ্জীবন কারাদণ্ড কিংবা শিরশ্ছেদও হতে পারে।মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার আগে ২০১৭ সাল পর্যন্ত সৌদি সিংহাসনের উত্তরসূরি ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন বিন নায়েফ। তার ছোট ভাই নওয়াফ বিন নায়েফকেও গ্রেফতার করা হয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক র্যান্ড কর্পোরেশনের নীতি বিশ্লেষক বেকা ওয়াসের ব্লুমবার্গকে বলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তার উত্থানের ক্ষেত্রে সব হুমকি ইতিমধ্যে তিনি সরিয়ে দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়া ছাড়াই তার সমালোচকদের হত্যা করছেন।