দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক শ্যামলা নন্দ চন্দ্র চৌধুরী গত রবিবার রাত পৌঁণে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরোলোক গমন করেছেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু)।
মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ফুলবাড়ী পৌরএলাকার সুজাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যক গুণাগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত রবিবার রাত পৌঁণে ১০টায় তার হৃদক্রীয়া বন্ধ হয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতে নেওয়ার পরামর্শ দেন। তাকে দিনাজপুরের নেওয়ার পথেই তার মৃত্যু হয়। সোমবার সকাল ১০ টায় চাঁদপাড়া শ্মশান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পূর্ণ হয়। তার অকাল মৃত্যুতে বিভিন্নমহল শোক জানিয়েছে।