চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ ৪৮ ঘন্টা অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি, অটোরিক্সা ও মোটর সাইকেল চোরাই চক্রের ৮ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। ২৬ ডিসেম্বর (শনিবার) সকালে আটককৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ৭ তারিখ দিবাগত রাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রাম হতে একই ইউনিয়নের হাঁড়িয়া গ্রামের মোঃ তাফাজ্জল হোসেনের পুত্র মোঃ কামরুল হাসানের (৪৫) মালিকানাধিন সিএনজি চালিত অটোরিক্সা চুরি হয়ে যায়। চুরি হওয়ার পর চালক নুর আলম ও মালিক কামরুল বিভিন্ন স্থানে সিএনজিটি খোঁজাখুঁজি করতে থাকে।একপর্যায়ে পার্শ্ববর্তী সূচীপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামের মৃত সেফায়েত হোসেনের পুত্র ফারুকের সাথে তাদের আলাপ হয়। সে জানায় কিছুদিন পূর্বে তার একটি সিএনজি চুরি হওয়ার পর টাকা দিয়ে পাশ^বর্তি নবাবপুর গ্রামের মমিন মেম্বারের বাড়ির আবদুর রহিমের পুত্র দিলদার হোসেন মহিন প্রকাশ দেলু (২৬), একই বাড়ির মৃত মনির হোসেনের পুত্র শাহাদাত হোসেন প্রকাশ হোসেন (৩০) ও কচুয়া উপজেলার কাদলা গ্রামের রংগার বাড়ির জামাল হোসেনের পুত্র মোঃ বাবলু’র (২৮) মাধ্যমে সেটি ফেরত পায়।ওই সূত্র ধরে তারা দিলদার ও শাহাদাতের সাথে যোগাযোগ করলে তাদের চুরি যাওয়া সিএনজিটি টাকা দিলে ফেরত দিবে বলে জানায়।
মামলার তদন্ত কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া জানান, ৪৮ ঘন্টার অভিযানে চোরাই চক্রের ৮জনকে আটক ও চুরি যাওয়া সিএনজি চালিত অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। অচিরেই এই চক্রের মূলোৎপাটন করা হবে।থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, আটককৃতরা আন্তঃজেলা সিএনজি, অটোরিক্সা ও মোটর সাইকেল চোরাই চক্রের সংঘবদ্ধ সদস্য।