নিরাপদ সড়ক চাই’র (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পর্কে শাজাহান খানের জঘন্যতম মিথ্যাচারের প্রতিবাদে নিসচার সকল শাখাকে আগামীকাল ৯ ডিসেম্বর সোমবার মানববন্ধন পালন করার আহবান জানিয়েছে নিসচা কেন্দ্রীয় কমিটি। নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে শাজাহান খানের মিথ্যা বিভ্রান্তিমুলক বক্তব্যের তিব্র প্রতিবাদ জানিয়ে ও ২৪ ঘন্টার মধ্যে শাজাহান খানের বক্তব্যের প্রমাণ দেশবাসীর সামনে তুলে ধরার নির্দেশ জানিয়ে আগামীকাল সোমবার সারাদেশে নিসচার সকল শাখা কমিটির আয়োজনে নিজ নিজ এলাকায় প্রতিবাদ মানবন্ধন পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে। নিসচার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য সকল নিসচা শাখাকে জানানো হয়।