ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি শহীদ নগর বাজারে রবিবার রাত আড়াাইটায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭/৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী ব্যবসায়ীদের দাবী। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভাই বোন ডিপার্টমেন্টাল স্টোর। দোকান কর্মকর্তা বিল্লাল হোসেন ভূইয়া জানান তার দোকানের প্রায় ৩৫ লক্ষ টাকার পরিমান মালামাল ক্ষতি হয়েছে ।
ক্ষতিগ্রস্থ বিল্লাল হোসেন ভূইয়া বলেন , আমার সহায় সম্বল ও বেঁচে থাকার মতো আর কিছু নাই । দোকানের এই বিশাল আর্থিক ক্ষতির ফলে আমাকে পথে বসতে হবে । কি করবো ,কিভাবে এই ক্ষতির সামাল দিবো তাই-ই এখন ভাবছি । ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট এর গৌরীপুর শাখার অফিস ও রিকভারি ইনচার্জ মো: মোশাররফ হোসাইনসহ ব্যাংক কর্মকর্তাগণ পরিদর্শনে উপস্থিত ছিলেন ।