লিবিয়ার মিজদা শহরে ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি ও চার জন আফ্রিকান বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমটি আরও জানায়, মানবপাচারকারী এক ব্যক্তির পরিবারের সদস্যদের ছোড়া গুলিতে হত্যাকাণ্ডের সময় আরও ১১ জন আহত হন। তারা বর্তমানে জিনতান হাসপাতালে চিকিৎসাধীন।
মানবপাচারকারীর মৃত্যুর জন্য অভিবাসীরা দায়ী বলে মনে করে তার স্বজনরা। সেই প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।
গতকালই আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) লিবিয়ার মুখপাত্র সাফা এমসেহলি বলেন, ‘আমরা আহতদের চিকিৎসা সহায়তা দিতে বিস্তারিত জানার চেষ্টা করছি।’
যোগাযোগ করা হলে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (লেবার ওয়েলফেয়ার) আলম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি জানার পরে তারা ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন, তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যেও পাঁচ থেকে ছয় জন বাংলাদেশি আছেন। তাদের বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’