কুয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস) এর জরিপে বিশ্ব র্যাংকিংয়ে আরও পিছিয়ে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সম্প্রতি প্রকাশিত ওই র্যাংকিংয়ে দেখা গেছে বিশ্ববিদ্যায়টি গেল আট বছরের ২০০ ধাপ পিছিয়েছে। টপ ইউনিভার্সিটিস ডটকমের তথ্যানুযায়ী, ২০১২ সালে কিউএস জরিপে ঢাবির বৈশ্বিক অবস্থান ছিল ৬১০-এ। তবে চলতি বছর সেই র্যাংকিং পিছিয়ে দাঁড়িয়েছে ৮০১-এ। র্যাংকিংয়ে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস ইনস্টিটিউব অব টেকনোলজি (এমআইটি)। এশিয়ার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের নানিইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।