বৃহস্পতিবার রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে রোটারী ক্লাব অব দাউদকান্দি ৭ম অভিষেক অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব দাউদকান্দি প্রেসিডেন্ট মো: কামাল হোসেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান এমপি।বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, রোটারি ডিস্ট্রিক্ট পিডিজি দিলনাশিন মহসিন, আই পিডিজি প্রিন্সপাল লে. কর্ণেল (অব.) এম এম আতাউর রহমান পীর, রোটারি ডিস্ট্রিক্ট শওকত উসমান, কুমিল্লা সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজ্জামান, স্থানীয় সরকার মন্ত্রনালয় কুমিল্লা ডেপুটি ডিরেক্টর, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম, প্রোগ্রাম চেয়ার শাহীন চৌধুরী, আই পি পি মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে ৪ জনকে সেলাই মেশিন এবং ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটিকে সুবিন্যস্ত করতে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।