আজ শুক্রবার বিকাল ৩টায় কুমিল্লা দাউদকান্দি উপজেলায় মরহুম আব্দুস সালাম আবু স্বরণে রায়পুর কে-সি উচ্চ বিদ্যালয় মাঠে রায়পুর প্রিমিয়ার লীগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মনির হোসেন মাস্টারের ধারাবিবরণীতে প্রিমিয়ার লীগ ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলিয়টগন্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: জসিম উদ্দিন প্রধান । প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জসিম উদ্দিন প্রধান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই । আজকের তরুণরাই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শক্তি তাই তাদের মনশীলতায় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে।
মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতে গ্যালারিতে যেন উৎসবে পরিনত হয় । উক্ত খেলায় উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মৎসযুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সরকার.,জিংলাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা,ইলিয়টগন্জ উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,কাজী নরুল হক, কুমিল্লা উত্তর আওয়ামীলগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ,মোস্তফা কামাল চৌধুরী, ইলিয়টগন্জ উত্তর ইউনিয়নের যুবলীগের সভাপতি আক্তার হোসেন মুন্না,খেলায় চরচারিপাড়া একাদশকে হারিয়ে সিংঙ্গুলা মাদরাসা ফ্রেন্ডস ক্লাব একাদশ জয় লাভ করেন ।খেলাটি পরিচালনায় ছিলেন ,মো:জালাউদ্দিন,ইমন চৌধুরী,আতাউর সরকার,শাকিল আহম্মদ ,রাসেল আব্রা, খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন রায়পুর কে-সি উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য মো: জালাউদ্দিন ইকরামুল হক অপু ।