বিশ্বব্যাপী মরণঘাতি করোনা ভাইরাসের সংক্রমনের প্রতিরোধে গৃহবন্দি গরীব অসহায় ৫শ পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা করেছে উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ব্যাক্তিগত সহকারী রাজীব আহম্মেদ রাজু।
৩১ মার্চ মঙ্গলবার বিতারা ইউনিয়নের বিভিন্ন গ্রামের গৃহবন্দি গরীব অসহায় পরিবারের কাছে খাদ্য সামগ্রি পৌছে দেয়া হয়।
খাদ্য সমগ্রি বিতরন কালে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহম্মেদ রাজু,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থেকে সরকারি নির্দেশ মেনে চলার বার্তা পৌছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান,বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার,সাধারন সম্পাদক সোহাগ খান,ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার সহ অন্যান্যার উপস্থিত ছিলেন।