মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:১০ অপরাহ্ন

রাজধানীর মিরপুর বস্তিতে ভয়াবহ আগুন

আলমগীর হোসেন
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৩৭৮ Time View

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ১৬ আগষ্ট শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চলন্তিকা মোড় সংলগ্ন ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ‍ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মিরপুর-৭ নম্বরের চলন্তিকা মোড় সংলগ্ন বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। স্থানীয়রা বলছেন, বস্তির পাশেই একটি বহুতল আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে আগুন ছড়িয়ে পড়তে পারে। ফায়ার সার্ভিসের পানি শেষ হয়ে যাওয়ায় আগুন নেভাতে বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে। তবে এখনই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে আরো বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে। ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বধন রাত সোয়া ১০টার দিকে বলেন, ২১টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে । আর ছড়ানোর আশঙ্কা নেই। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231