বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন

রাজধানীতে তিন তরুণীর লাশ উদ্ধার

Md Bijoy Habib
  • Update Time : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৫৫ Time View

রাজধানীতে পৃথক তিন এলাকা থেকে তিন তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে

ওই তিন জনের মধ্যে মতিঝিল থানাধীন হোটেল ফাইভস্টার থেকে সালমা (১৯), শনির আখড়া এলাকা থেকে তাসমিম (১৬) ও বাটার থানাধীন এলাকা থেকে সালমা (২৩) নামের অপর এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী এনটিভি অনলাইনকে বলেন, ‘মতিঝিলে সালমা নামের এক তরুণীর মৃত্যুর ঘটনায় রহস্য উদঘাটন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী সময়ে তা জানা যাবে।’

বাটার থানাধীন এলাকা থেকে সালমা নামের (২৩) আরেক তরুণীর লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে দাবি করছে পরিবার।

অপরদিকে, রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকা থেকে তাসমিমের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার পর তার লাশ উদ্ধার করা হয়। সে শনির আখড়া বর্ণমালা স্কুলের শিক্ষার্থী। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

নিহত তাসমিমের বাবা মোহাম্মদ তুষার দাবি করেন, ঠিকমতো লেখাপড়া না করে মুঠোফোনে সময় কাটানোয় বকাঝকা করায় রোববার রাতে তাঁর মেয়ে আত্মহত্যা করে। দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাসমিমাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231