দৈনিক যুগান্তরের ২১তম জন্মদিনের অনুষ্ঠানে দুই বর্ষিয়াণ রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেন ও তোফায়েল আহমেদ কুশল বিনিময় করেছেন।২২ফেব্রুয়ারি শনিবার জন্মদিনের মূল আনুষ্ঠানিকতায় যোগ দেবার আগে সোফায় বসে সহাস্যে কুশল বিনিময় ও নানা বিষয় নিয়ে খোলা-মেলা কথা বলেন, বিএনপি এবং আওয়ামী লীগের দুই বর্ষিয়াণ জাতীয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও তোফায়েল আহমেদ। এই সময় অসংখ্য আলোকচিত্র সাংবাদিকের ক্যামেরার ফ্লাসে অনুষ্ঠানস্থল আলোকময় হয়ে উঠে। উল্লেখ্য যে, উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় তোফায়েল আহমেদ ছিলেন ডাকসুর ভিপি আর ড. খন্দকার মোশাররফ হোসেন ছিলেন হাজী মোঃ মহসিন হলের ভিপি।