কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পজেটিভ রোগীদের চিকিৎসা সেবায় ৪৩ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই এর শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার দুপুরে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজ্জামান, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সাইফুল্লাহ্ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী অফিসার প্রবীরক কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জালাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম, মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ প্রমূখ । জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেন, করোনা পজিটিভ ও মুমূর্ষু রোগীদের চিকিৎসায় সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য বিভাগের জন্য একটি যুগান্তকারী অর্জন। দ্রুত সময়ে এই সেবা চালু করায় মেঘনা উপজেলার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, করোনায় মেঘনা উপজেলায় জনসেবায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ একসাথে জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে উপজেলার মফস্বল অঞ্চলের মানুষ দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সেবা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।