মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব আ. ক. ম. মোজাম্মেল হক এমপি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন। কুমিল্লা জেলাপ্রশাসক মো: আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউএনও কামরুল হাসান খান, ওসি আব্দুল মজিদ,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল আলম ও আব্দুস ছালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কমান্ডার মোঃ কামাল উদ্দিন প্রমুখ। পরে মন্ত্রী ভবনের ফলক উন্মোচন শেষে ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।এছাড়া মন্ত্রীকে পুলিশের একটি টিম গার্ড অব অর্নারের মাধ্যমে সালাম প্রদর্শন করেন।