মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:১৭ অপরাহ্ন

মুশফিকের ব্যাট ১৭ লাখ টাকায় কিনলেন আফ্রিদি

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৬৯০ Time View

মুশফিকুর রহিমের ব্যাটের নিলাম বেশ উত্তেজনা ছড়িয়েছে গত কয়েক দিনে। শেষ পর্যন্ত বড় চমক হয়ে এলো বিজয়ীর নাম। বাংলাদেশ ক্রিকেটের বড় একটি ইতিহাসের স্বাক্ষী এই ব্যাট এখন শোভা পাবে শহিদ আফ্রিদির ঘরে!
মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে ২০ হাজার ডলারে কিনেছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটি ১৭ লাখ টাকার আশেপাশে।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে এই ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক, টেস্ট ক্রিকেটে যা ছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি। করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় সেই ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। অনলাইন নিলাম শেষ হয় বৃহস্পতিবার। শুক্রবার রাতে মুশফিক জানিয়েছেন বিজয়ীর নাম।

গত শনিবার শুরু হওয়া অনলাইন নিলাম ভুয়া বিডারদের চাপে বার দুয়েক বন্ধ হয়েছিল। পরে চালু হয় আবার।

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি প্রচুর ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন পাকিস্তানের নানা প্রান্তে। এই ব্যাটও কিনেছেন তার ফাউন্ডেশনের মাধ্যমেই।

মুশফিক জানালেন, যত দ্রুত সম্ভব এই অর্থ দুর্গত মানুষের সহায়তায় কাজে লাগানো হবে।
“আমি অনেক আগে থেকেই আফ্রিদির অনেক বড় ফ্যান। বিপিএলে এক দলে খেলেছি, বিপক্ষে দলে তো খেলেছিই। তার সঙ্গে আমাদের ভালো স্মৃতি আছে অনেক। পিএসএলে খেলার সময়ও কথা হয়েছে। ভালো বোঝাপড়া আছে। তার ফাউন্ডেশন অনেক দিন থেকে কাজ করছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও পাকিস্তানসহ নানা জায়গায় সহায়তা কার্যক্রম উনার মতো চালিয়ে আসছেন। এত বড় ব্যক্তিত্ব এই সহায়তা করেছেন, তাতে আমি সম্মানিত।”

“যত টাকাই হয়েছে, বিভিন্ন সোর্সের মাধ্যমে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যেন মানুষের জন্য কাজে লাগানো যায়। আমরা আমাদের মতো চেষ্টা করছি। আশা করি, সামর্থ্যবান সবাই মানুষের পাশে দাঁড়াবেন।”

যাদের ভুয়া বিডের কারণে নিলাম স্থগিত হয়ে গিয়েছিল, তাদের নিয়ে আক্ষেপ শোনা গেল মুশফিকের কণ্ঠে।

“এমন একটা মহৎ কাজে যারা ভুয়া বিড করেছেন, আমি তাদের ধিক্কার জানাতে চাই। আপনারা শুধু আমার নামকে ছোট করেননি, বাংলাদেশের ক্রিকেটকে ছোট করেছেন, দেশকে ছোট করেছেন।”

আফ্রিদির সঙ্গে এই ব্যাটের নিলামে মধ্যস্থতা ও সহায়তা করার জন্য মুশফিক বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ ও প্রিয় বন্ধু তামিম ইকবালকে।

একই সঙ্গে নিলামে উঠেছিল গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ অধিনায়ক আকবার আলির ব্যবহার করা ব্যাট ও গ্লাভস। ২ হাজার ডলারে স্মারক দুটি কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রিয়াজুল ইসলাম জুয়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231