কুমিল্লার মুরাদনগরে গৃহবধু রোকসানা হত্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শনিবার দুপুরে উপজেলার ধামঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পান্নারপুল-বাখরাবাদ রোড়ে দাড়িয়ে এই মানববন্ধন করা হয়। মানবন্ধনে কৃষক- শ্রমিক, ব্যাবসায়ী, শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় নির্মম এই হত্যার বিচারের দাবিতে বক্তব্য রাখেন নারী নেত্রী আখী নূর বেগম। বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, নিহতের মা জরিনা বেগম। তারা সকলে এই হত্যাকান্ডে জড়িত আসামীদের ফাঁসি দাবি করেন। উল্লেখ্য গত ১৫ই ফ্রেব্রæয়ারী মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে রোকসানা আক্তারকে তার শশুর বাড়ির লোকজন হত্যা করে বাড়ির উঠানে ফেলে রাখেন। এই ঘটনায় রোকসানার ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে মুরাদনগরন থানায় ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আবুল হোসেন আটক রয়েছে। বাকী আসামীরা পলাতক। নিহতের ভাই সাইদুল জানায়, সম্প্রতি তাদের ভগ্নিপতি আবুল হোসেন তার বসত ভিটায় দালান নির্মান করার কাজ ধরেন এবং ২ লক্ষ টাকা জন্য বোনকে চাপ দেন। তখন আমরা অনেক কষ্টে ১ লক্ষ টাকা যোগাড় করে বোন জামাইকে দেই। আরো ১ লক্ষ টাকা দিতে না পারায় আমার বোনকে গত ১৫ই ফ্রেব্রæয়ারী দিনে অনেক নির্যাতন করেন এবং রাতের কোন সময় তাকে হত্যা করে রাত ৩ টায় ফোন দেয় যে, তোমার বোন মারা গেছে। আমরা গিয়ে দেখি আমার বোনের লাশ তাদের বাড়ির উঠানে পড়ে আছে।