কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুরে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাঙ্গরাবাজার থানাধীন এ গ্রামের সুবিধাবঞ্চিতদের পাশে াঁড়িয়েছে গ্রামের যুবসমাজ। এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আকুবপুর ইউনিয়ন পরিষরে চ্যোরম্যান বাবুল আহমেদ মোল্লা। করোনায় কর্মহীন হয়েপড়া লোকদের মাঝে গ্রামের যুবসমাজের উদ্যোগে এবং প্রবাসী ও বিত্তশালীদের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এমনটাই জানালেন এই জনপ্রতিনিধি।
বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে, চাল, ডাল, পেঁয়াজ, লবন, তেল প্রভৃতি। গ্রামের যুবসমাজের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী সংবলিত পাঁচ শতাধিক প্যাকেট পর্যায়ক্রমে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হবে। জানালেন উদ্যোক্তারা।
আহমেদ মোল্লা। এভাবে সহযোগিতার হাত বাড়াতে সকল বিত্তশালীদের প্রতি আহবান জানান এই ইউপি চ্যোরম্যান।
এসময় অন্যান্যের মাঝে হাজ্বী তোরাপ আলী এবং মাসুদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।