মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে করোনা ভাইরাসের কারনে খাবার সঙ্কটে পড়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে মালয়েশিয়া পোলাউ পিনাংগ বিএনপির শাখার উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির পোলাউ পিনাংগ শাখার সভাপতি জহিরুল ইসলাম খন্দকার,সহ-সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মহসীন মিয়াজীর উদ্যোগে মালয়েশিয়ায় বাংলাদেশী অবস্থানরতদের প্রায় পাঁচ শতাধিক লোকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী মধ্যে ছিলো নিত্যপ্রয়োজনীয় খাবার ও পরিষ্কারক উপকরণ, চাল, ডাল, আটা, আলু, ভোজ্যতেল, লবণ ও শুকনো খাবার এ ছাড়া সাবান ও হ্যান্ড স্যানিটাইজারসহ মাস্ক ।এই সময় উপস্থিত ছিলেন মো: ওমর ফারুক,সোহাগ মজুমদার ও মাইনুদ্দিন খন্দকার জাহিদ সহ বিএনপির নেতাকর্মীরা । মালয়েশিয়া পোলাও পিনাংগ শাখার বিএনপির সভাপতি জহিরুল ইসলাম খন্দকার বলেন,প্রবাসীদের দুর্দশার কথা চিন্তা করে ঘরে থাকতে পারেনি আমরা কেউ-ই । প্রবাসীদের এই সময়ে পাশে থাকা আমাদের নৈতিক কর্তব্য ও দ্বায়িত্ব । বিএনপি একটি আদর্শ সংগঠন আমরা সব সময় মানবিক চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী তাই আমাদের সকল নেতাকর্মীরা প্রবাসীদের দু:খের সাথী হয়ে পাশে এসে দাঁড়িয়েছে ।