একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সারাদেশে চলছে জোর প্রস্তুতি। এর মধ্যে দাউদকান্দির গৌরীপুরে ফুল বিক্রির ধুম পড়েছে। বিশেষ করে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলির তোড়া তৈরিতে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা। ফুল ব্যবসায়ীরা জানান, ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে লাখ লাখ টাকার ফুল বিক্রির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর গিয়ে দেখা যায়, প্রতিটি ফুলের দোকানে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। রাশি রাশি ফুল, বাঁশের চাটাই আর শোলায় তৈরি হচ্ছে ছোট বড় ও মাঝারি আকারের তোড়া। দোকান মালিক ও কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনেক অর্ডার পড়েছে। গত কয়েকদিনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে ফুলের তোড়ার অর্ডার পাওয়া গেছে। সে অনুযায়ী তোড়া তৈরির কাজ করছেন কারিগররা। এখনও অর্ডার পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। ডিজাইন ও আকার ভেদে ৩০০ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে তোড়া বিক্রি হচ্ছে।