দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাইথারকান্দি সূ্র্য তরুণ সংঘের উদ্যোগে প্রবাসী ও এলাকার বিত্তবানদের সার্বিক সহযোগিতায় দিনমজুর, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। ভোগপণ্যের মধ্যে রয়েছে চাউল, আলু, পেঁয়াজ, মুড়ি, তেল, ডাল, মাস্ক, সাবান, লবণ। ৪ এপ্রিল শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ সামাজিক দুরুত্ব বজায় রেখে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেন । সূ্র্য তরুণ সংঘের সংগঠনের সকল সদস্যরা আন্তরিকতার সাথে এই কল্যাণমূখী কাজে অংশগ্রহণ করতে দেখা যায় । এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা রবিউল করিম লিয়ন, সভাপতি আনিসুর রহমান হেলেন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।