ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন স্ট্যান্ডের চাঁদাবাজি রোধকল্পে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ। চাঁদাবাজি নামে হয়রানির থেকে রক্ষার্থে পরিবহন মালিক, চালক এবং যাত্রীদের নিরাপত্তা ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশ। পাশাপাশি মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা অবৈধ দোকানপাট অপসারণেও ভূমিকা রাখছে হাইওয়ে পুলিশ। পবিত্র মাহে রমজানে মহাসড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং চাঁদাবাজি ও মাসহারা বন্ধের ব্যাপারেও কঠোর হুশিয়ারি দিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানা। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল হক এসব কথা বলেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান মাসকে পুঁজি করে মহাসড়কে বিভিন্ন যানবাহনের নামে চাঁদাবাজি ও মাসহারা নেয়া কোনো ভাবেই মেনে নেয়া হবে না। যারা এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়কে সকল প্রকারের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর। এছাড়াও ঈদকে সামনে রেখে যাত্রীরা যেনো যানজট ছাড়া নিবির্ঘ্নে তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে সেলক্ষ্যেও পদক্ষেপ গ্রহণ করা হবে।