করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত বন্ধের মধ্যেও অনেক মানুষ গাড়ি নিয়ে সড়কে নামছেন। এর মধ্যে যাত্রীবাহী গাড়িও আছে। এই কারণে কঠোর অবস্থানে রয়েছে ফেনী হাইওয়ে মহিপাল থানা পুলিশ। ধারাবাহিকভাবে গাড়ি চালানোর সুযোগ দিলে সরকার যে উদ্দেশ্যে বন্ধ ঘোষণা করেছে, তা সফল হবে না। এই কারণে সরকারি আদেশ অমান্য করার অভিযোগে গাড়ি আটক করা হচ্ছে।সঠিক কোন তথ্য না দিতে পারায় যে কোন পরিবহন,ব্যক্তিগত গাড়ী,বা যে কোন পরিবহনকে সর্তকভাবে ফিরিয়ে দেওয়া হয়। তবে জরুরি প্রয়োজনে যেসব গাড়ি চলাচল করছে সেগুলোকে ছাড় দেওয়া হচ্ছে। খাদ্য,ওষুধ ও রোগীবাহী গাড়িগুলো স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ পাচ্ছে।৭ এপ্রিল মঙ্গলবার তৃতীয় দিনে ঢাকা–চট্রগ্রাম মহাসড়কে ফেনী মহিপাল করোনাভাইরাসে গণপরিবহন নিষেধাজ্ঞা আইন আমান্যকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও সকল প্রকার গাড়িকে নিয়ন্ত্রিত সর্তকতামুলক অভিযান পরিচালনা করেছেন ফেনী মহিলপাল হাইওয়ে থানা পুলিশ। ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামানের নেতৃত্বে মহাসড়কের মহিপাল অংশে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। এ সময় তারা বেশকিছু প্রাইভেটকার , ট্রাক , বাস ও মটর সাইকেল থামিয়ে সতর্ক করে দেন । মহাসড়কে করোনা ভাইরাসের কারণে কোনভাবেই যেন সরকার ঘোষিত গণপরিবহন আইন অমান্য না করে সে ব্যপারের অভিযান পরিচালিতও হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান জানান।