শুক্রবার জুম্মার নামাযের পর কুমিল্লা দাউদকান্দি পৌর বাজারের বড় মসজিদের সামনে ইসলাম প্রিয় সচেতন জনতার ব্যানারে আয়োজিত সরকার কর্তৃক মদের উম্মুক্ত লাইসেন্স দেয়ার প্রতিবাদে এবং অবিলম্বে ইসলামবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন করা হয়। বক্তারা বলেন আমরা মনে করি সরকার এই ইসলাম বিরোধি কর্মকান্ড থেকে জাতিকে মুক্ত করবেন। মদ নেশার কবলে পড়ে তরুণরা নষ্ট হবে । উম্মুক্ত এই সুযোগ ইসলাম প্রিয় তাওহিদী জনতা মেনে নিতে পারেনা। কারণ মদের মাধ্যমে অশ্লীলতাসহ যেনা-ব্যভিচারকে উৎসাহিত করা হবে । কারণ সব ধরনের অপরাধের সঙ্গে মাদক, অবৈধ অর্থসম্পদ ও অবৈধ নারীসঙ্গের সংশ্লিষ্টতা রয়েছে। পাশাপাশি নিত্য পণ্য বৃদ্ধির কমানোর আহবান করা হয় ।এই সময় উপস্থিত ছিলেন পৌর এলাকার আলেম ও সাধারণ মুসল্লিাগণ ।