চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া আমতলা প্রবাসী ইউনিট কর্তৃক, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা শতাধিক পরিবারকে পবিত্র রমজানের ইফতার এবং খাদ্য সামগ্রী উপহার স্বরূপ সহায়তা প্রদান করেন। এ খাদ্য সামগ্রী মধ্যে দেওয়ার হয় – ৮ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি বুট, , ১ কেজি মুড়ি, ১ কেজি পেয়াজ। শুক্রবার সকালে লুধুয়া আমতলায় প্রবাসী ইউনিটের পক্ষে এই কার্যক্রমটি পরিচালনা করেন, লুধুয়া আমতলা বাজারের ব্যাবসায়ী মো. বোরহান উদ্দিন বেপারী। এ সময়ে উপস্থিত ছিলেন ১০ নং ফতেপুর (পূর্ব) ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন মুন্সি এবং সংরক্ষিত মহিলা মেম্বার তোলামতি বেগম, সমাজসেবক আজগর মোল্লা, মো. মাসুম সরকার ও সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। লুধুয়া আমতলা প্রবাসী ইউনিটের যাদের অর্থ এবং পরিশ্রমে আজকের এই কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন, তারা হলেন, মহসিন বেপারী , আলী আজগর পটোয়ারী, মাহবুব বেপারী, মোশারফ মোল্লা, কামাল মোল্লা, ফকরুল বেপারী, আলমগীর বেপারীসহ আরো অনেকে