স্বাধীনতা দিবসে মতলব উত্তর উপজেলার ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে মাস্ক, হ্যান্ড সেনিটাইজেশন,হ্যান্ড গ্লাভস ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফ্রেন্ডস ফোরাম ‘৯৮ প্রধান কার্যালয় ছেংগারচর বাজার এর উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধার হাতে আনুষ্ঠানিক উক্ত সামগ্রী তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
করোনা ভাইরাস প্রতিরোধ উপ-কমিটির আহ্বায়ক ও ফোরাম স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃমোঃ মোশারফ হোসেন ফ্রেন্ডস ফোরাম’৯৮ এর সভাপতি গাজী গোলাম মোস্তফা সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ আরিফ হোসেন খান উক্ত সামগ্রী হস্তান্তর করেন।
পরবর্তীতে পৌরসভা ও সকল ইউনিয়নে আলাদা আলাদা ছোট পরিসরে টিম করে প্রশাসনের পরামর্শ অনুযায়ী উক্ত কাজ সম্পাদন করা হয়।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন টিমে সহ সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী,কবি আশিকুজ্জামান, স্বপ্নদ্রষ্টা কাজী গোলাম মর্তুজা, স্বপ্ন বাস্তবায়নে সহযোগী ইবনাল শাহীন আহমেদ শিপন।প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিবলু। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গাজী জসিম উদ্দিন , আপ্যায়ন সম্পাদক আবু সুফিয়ান, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন মিয়া ইমন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ এরফান উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আলী হোসেন। সদস্য রাসেল মিয়াজী,শহিদুল ইসলাম খোকন, হানিফ মিয়া, হাবিব উল্লাহ মুকুল, সোহেল রানা, মনির বাঘ, জাহাঙ্গীর, আমান উল্লাহ, ডালিম, ইঞ্জিঃ আশাদ উল্লাহ, আমান উল্লাহ, হান্নান, রাকিব প্রমুখ।
মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেছেন, কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রভাবে আজ সারাবিশ্ব চিন্তিত। বাংলাদেশেও ইতিমধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী রয়েছেন কোয়ারেন্টিনে। পরিচ্ছন্নতা এবং সচেতনতার মাধ্যমেই এটিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে আর সেক্ষেত্রে দেশের এই ক্রান্তিকালে বর্হিবিশ্বের ন্যায় সরকারের পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্বার্ত আহ্বান জানান।
আয়োজকরা জানান, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। কেউ কেউ এই ভাইরাসকে ব্যবসার মাধ্যম হিসেবেও নিয়েছে। এত কিছু চিন্তা না করে শুধু মাত্র সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। অনাকাক্সিক্ষত চিন্তা-ভাবনা ও মানুষকে সচেতন করতে আমাদের এ আয়োজন। এ পর্যন্ত আমরা ৫ হাজার লিফলেট, ২ হাজার হ্যান্ড গ্লাভস, ২ হাজার মাক্স ও ২ হাজার সাবান বিতরণ করেছি।